Saturday, 27 June 2020

Waiting

যখন স্বপ্ন গুলো বাসা বেঁধে তাড়া করে,
কোনো এক সোনালি সকালের সন্ধানে।
আবার উজ্জ্বল দিনের আলোর,
ছুটোছুটি আর উল্লাসে ভরে উঠা সেই শহরের।
আবার সেই মুক্ত মাঠে খেলার আনন্দ,
সন্ধ্যায় বাড়ি ফিয়ে পড়তে বসা।
অধীর অপেক্ষায় পথ চেয়ে বসে থাকা
আবার আসবে, ফিরে আসবে সেই সোনালি দিনগুলো

_______Granule 


FearlessYouth
www.motira4.blogspot.com

No comments:

Post a Comment

Waiting

যখন স্বপ্ন গুলো বাসা বেঁধে তাড়া করে, কোনো এক সোনালি সকালের সন্ধানে। আবার উজ্জ্বল দিনের আলোর, ছুটোছুটি আর উল্লাসে ভরে উঠা সেই শহরের। আবার সেই...